অবাধ্য মনটাকে নিয়ে মুস্কিল ,
অনেক চেষ্টা করি -
মনটাকে ঘরে বন্ধ করে ,
দরজায় দিয়ে খিল ;
মনটা কোন শাসন  বাঁধন  মানেনা ,
বাঁধা গতে ,
সা রে গা মা পা - গায় না ।
অবাধ্য  মনটাকে নিয়ে মুস্কিল ।


টেবিলে ফাইলের গাদার ভারে ,
শরীর ক্লান্ত , দমবন্ধ  প্রাণটা ডুবন্ত ;
মনটা হঠাৎ উড়ন্ত উধাও ,
দিকচক্রবালে বকের ঝাঁকের সাথে ,
দক্ষিণায়নের পথে ।
আবার কখনো মনটা  ছুটন্ত ,
স্কুলের খেলার মাঠে গড়াগড়ি দিয়ে ,
একদল দুষ্টু বাচ্চার সাথে দুরন্ত ।
মনটা  মানেনা শাসন , মানেনা বাঁধন ,
অবাধ্য মনটাকে নিয়ে মুস্কিল ।


শরীরটা যখন অসুস্থ -
প্রাণ ভয়ে রোগ শয্যায়  সন্ত্রস্ত ,
মনটা পালায় জানলা দিয়ে ,
সাত  সাগরের পারে ।
দিনের শেষে পলাশ বনের কিনারে ,
সূর্য্য যখন পিছন ফিরে-
ঘরের  পানে ফেরে ;
মনটা আমার আপন মনে ,
কফির কাপ হাতে  কলেজের ক্যান্টিনে ,
তোমার ঠোঁটের তিলের খোঁজে ।
মনে পরে সেই চৈতি দুপুর বেলা ,
তোমার সাথে ভালবাসার লুকোচুরি খেলা ।
মনটা  মানেনা শাসন , মানেনা বাঁধন ,
অবাধ্য মনটাকে নিয়ে মুস্কিল ।


মনটা  বাঁধা গতে -
সা রে গা মা গায় না ।
অবাধ্য মনটাকে নিয়ে মুস্কিল ,
হিয়া আর ক্রিয়ার মাঝে সদাই -
কারণ আর অকারণের  গরমিল ,
অবাধ্য মনটাকে নিয়ে মুস্কিল ।
                                       - অকবি -