আমার একটা ডায়েরী আছে ,
নাম দিয়েছি 'কবিতার কবরগাহ ' ।;
মনের আকাশে মাঝরাতে -
যে ভাবনাগুলো উড়ে আসে ,
ছেঁড়া মেঘের মত ,
সেগুলোকে আঁকশি দিয়ে নামিয়ে আনি ;
তারপর বিকলাঙ্গ শব্দের হিংস্র নখরাঘাতে -
ভাবনাগুলোকে নগ্ন করে ,
ধর্ষণের আনন্দে উল্লসিত হই ।
সেই ছিন্নভিন্ন ধর্ষিত ভাবনাগুলোকে ,
পছন্দমত কবিতা নাম দিয়ে ,
কবিতার কবরগাহে   -
কবরস্থ করি নিত্যদিন ।
ঐ কবরগুলোকে প্রদর্শন করে ,
কবি সেজে করি  আস্ফালন প্রতিদিন।।
                                         - অকবি -