প্রিয় এডমিন ও আসরের বন্ধুরা ,
    আমার প্রফেশনাল কাজকর্মে রিসার্চে প্রায়ই statistics
ব্যবহার করতে হয় । হঠাৎ ভাবলাম কবিতার পাতায় একটু
Statistics লাগিয়ে দেখা যাক যদি নতুন কিছু রসদ পাওয়া
যায় , বিশেষভাবে G (gender ) - factor বিষয়ে । কবিতার আসরের সব বন্ধুদের সাথে শেয়ার করতে , যা করলাম এবং
যা পেলাম , সংক্ষেপে নীচে জানালাম ।
        A) আমি কবিতার পাতার 5 টি পাতা এলোপাথাড়ি (random) সিলেক্ট করে , ঐ পাতাগুলোয় যত কবিতা আছে
সেগুলোকে পুরুষ কবি ও মহিলা কবিদের হিসাবে ভাগ করলাম ।
ফলাফল :
মোট কবিতা = 245 ;
পুরুষ কবির= 209 ;   মহিলা কবির = 36
# অর্থাৎ কবিতার আসরে যে কবিতা প্রকাশিত হয় তার  প্রায়
85%  পুরুষ কবিদের এবং মাত্র 15% মহিলা কবি বন্ধুদের ।#


B) পাঁচটি কবিতার পাতার প্রত্যেক পাতা থেকে পাঁচ জন পুরুষ ও পাঁচ জন মহিলা কবির কবিতা random সিলেক্ট করি । অর্থাৎ
পুরুষ ও মহিলা কবিদের 25 টি করে কবিতার মন্তব্য বিশ্লেষণ
করি ।
ফলাফল :
1) পু - কবির কবিতা - 25   --- ম-কবির কবিতা -25
ক)   মোট মন্তব্য = 158 ----        260
  ( পু -140 + ম -18)  ---- (পু-238 + ম. - 22)
খ)  গড় মন্তব্য / কবিতা = 7 ---- 11
    (পু - 6 + ম. -1 )     --- (পু -10 + ম. -1 )
গ) মন্তব্যের  শতকরা (%) =
  পু - 86 % + মহিলা -14%---পু- 91% + ম-9%;
ঘ) মোট পাঠিত= 1194  বার ---- 1699 বার
   ( গড় = 48 / কবিতা )---- ( গড় = 68 / কবিতা )
ঙ) পাঠের সংখ্যা : মন্তব্য অনুপাত :
      পু. কবি = 13%  ------ ম. কবি= 15%
2) সর্বোচ্চ - সর্বনিম্ন :
   a)  মন্তব্যের সংখ্যা / কবিতা -
     পুরুষ কবি = 0 -20---- মহিলা কবি = 1 - 24
b) কবিতা পাঠের সংখ্যা :
পুরুষ কবি= 13 - 116 ;----মহিলা কবি = 19 -114
#( মন্তব্যের জবাবে কবির প্রতি মন্তব্য হিসাবে থেকে বাদ হয়েছে )


C ) ফলাফলের আলোচনা :
1) কবিতার আসরে পুরুষ কবির সংখ্যা (85%)  মহিলা কবির (15%) অনুপাতে বিস্তর ফারাক । এটা নীচের একটা বা একাধিক
কারণে হতে পারে -
ক) মহিলারা এখনো বেশি রক্ষণশীল ও নিজেদের প্রকাশ করতে অনিচ্ছুক / ভীত ;
খ) শিক্ষার ক্ষেত্রে পুরুষের তুলনায় মেয়েদের পিছিয়ে থাকা ;
গ) কম্পিউটার ব্যবহারে মহিলাদের  পিছিয়ে থাকা ও অভিজ্ঞতার
অভাব ।
2) মহিলা কবির সংখ্যা পুরুষ কবির তুলনায় অনেক কম হলেও ,
একবার কবিতা পোস্ট করতে পারলে কিন্তু মহিলা কবির কবিতা
পুরুষকে অনেক পিছনে ফেলে এগিয়ে যায় । মহিলা কবির একটা কবিতা পায় গড়ে ১১ টা মন্তব্য আর পুরুষ কবির কবিতা পায়
গড়ে 7 টা মন্তব্য । কবিতা পাঠের সংখ্যা দেখলেও একই রকম চিত্র -
মহিলা কবির কবিতা গড়ে  পাঠিত 68 কিন্তু পুরুষ কবির ক্ষেত্রে গড়
48 বার মাত্র ।
ক)  এই মন্তব্যের জাতি বিচার করলে দেখা যায় মহিলা কবির কবিতায় পুরুষ কবির মন্তব্য 91% কিন্তু পুরুষ  কবির জন্য
সেটা 84%. . # মহিলা কবিদের কবিতা বেশি আকর্ষণীয় ?#
খ) পুরুষ কবিদের কবিতায় পুরুষ (86 %) ও মহিলাদের (14%) মন্তব্যের অনুপাত কবিতার পাতায় পুরুষ ( 85%) ও মহিলা
কবির (15%) অনুপাতের সমান । কিন্তু মহিলা কবিদের পাতায়
পুরুষ কবিদের মন্তব্য ( 91%) , তুলনামূলক ভাবে অনেকটা বেশি ।
# ফ্রয়েড ও হার্বার্ট মার্কিউসের তত্ত্বের প্রতিফলন ? #
3) কবিতা পাঠের সাথে মন্তব্যের অনুপাত ( 13% -15%) দেখে মনে
হয় , কবিরা কবিতা ভক্ষণ করে হজম করেন কিন্তু ঢেকুর তোলা
পছন্দ করেন না । হাঃহাঃ
( Note : All data have been collected in unbiased random
process , as needed for meaningful statistical analysis.
I'll be very happy to get response and suggestions from
dear friends of " Kabitiar Ashor " family ).