(1) কবিতা কোথায়
কবিতা একদম আসছে না ,
সুর , শব্দবন্ধ , কবিতা ,ছন্দ ,
সবেতেই যেন কিরকম দুর্গন্ধ !
খুন- খারাপি , ধর্ষণ , রক্তের গন্ধে ,
বোধহয় হারালো কবিতার সুগন্ধ ।
(2) সিগারেট
যখনই সিগারেট খাই ,
শুভার্থীরা প্রশ্ন করে -
কেন সিগারেট খাই ?
.কারণ -
সিগারেটের ধোঁয়ায় ,
আমার অন্তিম অস্তিত্ব দেখতে পাই ।
(3) অবশ্যম্ভাবি
আমি আজ -
টাটকা তাজা ফুলের মালা ঢাকা ,
ধূপের সুগন্ধে সুবাসিত ,
ঝকঝকে ফ্রেমে টাটকা ছবি ।
দুদিন পরে হবো -
দেওয়ালে  তেরছা ঝোলা ,
মাকড়সার জালে ঢাকা ,
অস্বচ্ছ বিবর্ণ ছোপধরা -
পরিচয়হীন উঁই খাওয়া আবর্জনা ।
                                           - অকবি -