পৃথিবীটা যেমন ঘুরছে ,
ওর মর্জি মত ঘুরতে দাও ;
ঘড়িটা যেমন চলছে ,
টিকটিকিয়ে চলতে দাও ;
আমাকে আমার মত ,
নিজের চালে চলতে দাও ;
রাস্তার ডাইনে কিংবা বাঁয়ে ,
যেদিকে চলতে চাই ,চলতে দাও ।
আমাকে আমার মত-
বাঁচতে দাও ।


বারবার আমাকে তোমরা নিজেদের ছাঁচে ,
সঠিক মাপের কপি বানাতে চাও ;
সুন্দর পৃথিবীটাকে নানা নামে টুকড়ো করে ,
অসুন্দর করতে চাও ;
মানুষের নামের আগে পিছে বিশেষণ লাগিয়ে ,
অবিভাজ্য মনুষ্যত্বকে  খণ্ডিত করতে চাও ।


আমাকে এই সুন্দর পৃথিবীটাকে ,
নিজের মত আকন্ঠ ভালবাসতে দাও ;
আমার ভাবনাকে যেমনভাবে চাই ,
সেভাবে ভালবাসতে দাও ।
শ্রাবণের অঝোঢ় বৃষ্টিতে -
আমার নগ্ন আত্মাকে ভিজতে দাও ।
আমাকে আমার মত -
পাখা মেলে উড়তে দাও ।
প্রিয় ও অপ্রিয় সত্যগুলোকে,
খোলাখুলি বলতে দাও ।
আমাকে আমার মত ,
নিজের জীবনটা নিয়ে বাঁচতে দাও ।।
                           - অকবি -