-কবিতা নয় -
বিশাল  আকাশটাকে পুরো জানিনা,
তবুও জানালার ফ্রেমের -
আকাশটাকে ভালবাসি ;
সাত সাগরের ঢেউ দেখেছি,
গভীর অতল দেখা হয়নি,
তবুও সমুদ্র ভালবাসি ;
চাঁদে যাইনি কখনো,
শুধু চন্দ্রিমা দেখে চাঁদ ভালবাসি ।
তেমনি না হয় -
একটু জানা একটু অজানা নিয়ে,
আমরাও ভালবাসি।।
-----------------------------
-কবিতার ইচ্ছা-
কবিতারা বলে ,
অনেকদিন  হল- আর নয় ,
খাতার পাতায় বন্দীদশা ,
অসহ্য মনে হয় ।
মুক্তি চাই এই পিঞ্জর থেকে,
খোলা পৃথিবীটা কত সুন্দর !
শব্দে গড়া নকল শিশির বিন্দু নয় ,
আকাশ থেকে চুঁয়ে পড়া –
তাজা শিশিরে ভিজতে ইচ্ছা হয় ।
কবির বানানো নকল চন্দ্রিমা নয় ,
কু্য়াশাঘেরা পূর্ণিমার –
জীবন্ত চাঁদটাকে দেখতে ইচ্ছা হয় ।


কবিতারা কাঁদে  আর বলে -
এই  শৌখিন খাঁচার নির্বাসন থেকে মুক্তি চাই ;
ঐ খোলা আকাশের নীচে –
মেঘেদের সাথে উড়তে  চাই ;
বিকাল বেলা লেকের ধারে -
রক্তমাংসের ভাবনার চোখে চোখ রেখে ,
বলতে চাই –“তোমাকে ভীষণ ভালবাসি “।।
                                        - অকবি -