কম্বলের ধোঁয়া ওঠা রোয়াই, বন্ধ সব দিনের আলো
সাদা নরম বীজ হৃদয়ে পোঁতা হয়ে গেছে জানো?
বিছানায়, উষ্ণতার সাথে তো খুব ভালোবাসা পালো
খবর রাখো তার, যাকে প্রায়ই কাছে টানো?


অনেক দিনের চেনা,  নাকি চেনাজানা কয়দিনের ?
প্রমাণ দেবার তাগিদে চেয়ে আছে কয়েকশো তাঁরা
দরকার পড়ে কি আজ কোনো স্বপ্নময় আয়োজনের ?
তোমায় পেলেই এ জীবন খুশিতে আত্মহারা।


কয়েক পা এগিয়ে গিয়ে দেখো, পাবে কিছু স্মৃতি
কুয়াশা সরে গেলে আকাশ আবার হবে নীল
ছবির ওপর মালার সাথে ভাসবে উদ্ধৃতি
মেঘের সাথে নীরবতায় একলা শঙ্খচিল


মগজে ঠাসা অতীত আর মুখের মুখোশ ছেড়ে
সময় নিয়ে চাইতে হবে সব ভুলেরই ক্ষমা
কম্বল থেকে নেমে চলো অতীতে যায় ফিরে
যেখানে আমি ছিলাম নায়ক আর
…................
……….................................................................................
তুমি আমার তিলোত্তমা।