শেওলা ধরা দেয়াল ধরে নামছে নিচে মুক্তধারা
ঢেউয়ের গতি সামলে উঠে তাল দিচ্ছে সবুজ চারা
ছাতা হাতে ঘড়ি চুড়ি, ঝাপসা চোখ কি অস্থির
গাল ঢেকেছে কালো চুলে, রূপের পারদ বাড়ছে ধীর
ফোলা চোখে নষ্ট কাজল রেস খেলছে রাতের ঘুম
নেলপলিশের স্পর্শ পেতে নষ্ট নদীর সে কি ধুম
চিন্তিত মন বিস্মিত ঠোট , লিপস্টিকের পাপড়ি মাঝের
অপেক্ষাতে হয়তো কোন স্বপ্নে দেখা পক্ষীরাজের
তোমার দেওয়া মেঘ জমেছে, উড়ছে কত স্বপ্ন ফানুস
মনের মাঝে আজ যে শুধুই তিস্তা পাড়ের একটা মানুষ l