মুখোশ পড়া প্ৰাচীন দুটি লোক
সেদিন রাতে চেয়েছিল দাবানল
মনের মাঝে হারিয়ে যাওয়ার ঝোঁক
মগজ বোঝাই অভিমান সম্বল


অপেক্ষাতে বিছানা ভিজে ঘামে
চুলের জলে শেওলা পড়েছে ক্ষতয়
মরা নদে অল্প জোয়ার নামে
ছাদের বাতাস গহীন হচ্ছে যতয়


রাতের মাঝে ভালোবাসায় ছুরি
লাল দেয়াল চিনিয়ে দিচ্ছে কপাল
প্রহর গুনে জানান দিচ্ছে ঘড়ি
কাঁচের ওপর হাঁটলেই হবে সকাল

জানলা দিয়ে মুখ বের করে দেখো
বাইরের জল হয়তো বেশি নোনা
চিতার ছাই অভিশাপ দিয়ে মাখো
পেট ভরে গেছে আর খেতে পারছিনা