পিঠে ব্যাগ কানে ফোন হাঁসপাতালের গেটে
ফিরছিল দুই তন্বী সেবিকা সবুজ পথে হেঁটে ।
আকাশের নিল মাখছিল গায়ে কথা বলার ফাঁকে
ফিরল পিছন মেলল নয়ন পথের শেষে বাঁকে ।
মানুষ যম লাল সবুজ কোথাও করুণ মুখ
কোথাও আবার হাসির ঝিলিক অনেকখানি সুখ ।
কোথাও বসে তরুন তরুণী কথার মাঝে প্রেম
ছোট্ট শিশুর বাবার সাথে লুকোচুরি গেম ।
সিঁড়ির শেষে অনেক আলো Fair Price শপ
বিকছে ওষুধ সমান দামে রাজনৈতিক ধপ ।
বিকেল খানি কাটছিল ভাল কল্পনাতে বেশ
এরই মাঝে দিনের আলো হল নিঃশেষ ।
সাথি বলে ঢের হয়েছে ওঠ তারাতারি
করার কিছু নেই এবার ফিরতে হবে বাড়ি ।