আমি যখন ঘিরে ছিলাম
সম্মিলিত লোকসমাজে,
হটাত তোমার আবির্ভাবে
দুস্প্রাপ্প বন্ধুমাঝে,
প্রশ্ন ওঠে অনেকগুলো
আছে নাকি মায়া মোহো ?
আমি বললাম ধুস কিসব
দুরত্ব টা লোকদেখানো ?
ওদিক পানে যাবে যখন
একটি স্মৃতি সঙ্গে এনো
তাতেই হবে।
তাতেই হবে
যখন হবে ঝগড়াঝাটি
গভীর রাতে কান্নাকাটি
মায়া মোহো নিপাত যাবে
ওসব তখন কে সামলাবে ?
একটি স্মৃতি থাকলে সাথে তাতেই হবে।
এসব নিয়ে যখন সবে মাস ছয়েক,
হটাত সেদিন ইস্টিসনে
জানিনা সে কিসের টানে
শীতের রাতে শহর দেখা ,
তারপরেতে বৃষ্টি এলো ঝমঝমিয়ে
ছাতার তলায় নৈক একা
মায়া মোহো পড়ল ঝরে গুতিখানেক
অনেকটাকাল পেরিয়ে গেছে
মেঘবালিকা আর আসে না ছাতার তলায়
বলে,
সেই তো একই বৃষ্টি দেখা
সেই তো একই চাদের আলো
তোমার বোধহয় একা থাকায় ছিল ভালো