এক পশলা বৃষ্টি হওয়ার শেষে
পুড়ছ কেন বিষন্নতার আঁচে ?
শরীর গুলো মিলে যাবার পরে
ভালোবাসা স্বপ্ন মাঝেই বাঁচে !


ভাসতে গেলে কেবল বৈঠা লাগে
মাঝি শুধু ঠিক করে দেয় দিক
মাস্তুল টা খুলে দিয়ে দেখো
স্রোত হবে তোমার নাবিক ।


রোদের সাথে ঝগড়া করতে গেলে
অন্ধকারে থাকতে হবে জেনো
ভালোবাসা না পেলেও হবে
দুঃখগুলো বহুমূল্যে কিনো।


জানি খুব কষ্ট হবে তোমার
হৃদয় থেকে সরাতে গোঁয়ারতামি
তবু অসম্মানের জীবন বাছার থেকে
বেশ ভালো এই নিষ্পাপ পাগলামি