দ্বিখণ্ডিত এক জাতি
মাঝখানে বিনিদ্র প্রহরা
যদিও জলাধানে এপার ওপার
এক সূত্রে— অ আ ক খ
এখানেই শেষ ।
বাংলার বারোয়ারী আব্রু
নিভে গেছে পাশ্চাত্যের অজুহাতে
ডিজিটালাইজেশন... শহর গ্রাম জুড়ে
যান্ত্রিক ভালবাসা আবিষ্কার ।
মা কেমন আছে— বাংলা আমার
(সংক্ষিপ্ত)