আমার ভালো লাগে!
মাটির বুকে মাথা রেখে, নীল আকাশ দেখতে।
আমার ভালো লাগে!
প্রভাতে প্রকৃতির গান ও পাখিদের কলতান শুনতে।
আমার ভালো লাগে!
রৌদ্র-দীপ্ত দুপুরে বন্ধুর সাথে পুকুরে ঝাঁপিয়ে পড়া।
আমার ভালো লাগে!                                    
মাধুরি বিকেলে একদল ছেলেমেয়েদের সাথে
দাড়িয়াবান্ধা কিংবা গোল্লা ছুট খেলা।
আমার ভালো লাগে!
ফুরিয়ে যাওয়া দিনের লাল ঘোলাটে আকাশ দেখতে।
আমার ভালো লাগে!
নিহিত রাত্র জুড়ে জোনাকির খেলা ও জ্যোৎস্নার মেলা।
আমার ভালো লাগে!
বন্ধুর কাঁধে হাত রেখে দুরন্ত ছুটে চলা।
আমার ভালো লাগে!
ঘাসফড়িং এর রঙিন ডানা মেলে নিরন্তর উড়ে চলা।
আমার ভালো লাগে!
সাদা কালো ছাগল টার ঘাস খাওয়া দেখতে।
আমার ভালো লাগে!
নদীর ধারে হিমেল হাওয়ায় প্রান জুড়াতে।
আমার ভালো লাগে!
মেঘ দেখলেই বৃষ্টিতে ভেজার ব্যকুলতা
আমার বড্ড ভালো লাগে!
শৈশবের সেই সোনালী অতীত!
বারবার ফিরে পেতে ইচ্ছে করে;
এই বদ্ধ শহরের সাজানো সভ্যতায়।