ইচ্ছেগুলো ছুঁটছে আমার আকাশ ছোঁয়ার টানে
শর্বরী আজ ডাকছে দেখো মিথ্যে অজুহাতে,

রাতের পরে রাত জেগেছি পাইনি তবু দেখা
তটের পরে তট হেঁটেছি সঙ্গী করে ছায়া,

জাতিস্মরও যেতো ভুলে স্মৃতিতে পড়ে ধূলো
হারানো আমার প্রাণের নৌকো তোমার কূলই ছুঁলো,

নয়তো আমার শেষ এখানে-পথ এখনো বাকি
পায়ের ছাঁপে পা ফেলে তাই তোমায় ছুঁয়ে ফিরি,

ইচ্ছে হলেই তাকিও ফিরে-ইচ্ছে তোমার সব
জানবে আমি অপেক্ষাতে-বাড়িয়ে অনুভব।