কি ভেবেছো?
আমাকে হারিয়ে দিয়ে খুব জিতে গেছো তুমি? 
আমার পুরুষত্বকে অবদমিত করে
উড়াতে পেরেছো তোমার নারীসত্তার বিজয়কেতন? 
প্রবঞ্চিত করেছো আমাকে? 
তোমার দেহের সর্পিল কুজ্ঝটিকায় আচ্ছন্ন করেছো আমাকে? 
তোমার অক্ষ্মিপটে বিদ্ধ করেছো আমাকে? 

বালিকা, ভ্রম থেকে জাগো, 
ভেবোনা আমি অন্ধ ছিলাম, 
অথবা, মুগ্ধ ছিলাম তোমার সত্ত্বায়! 
আমি তো শুধু অভিনয়ই করেছিলাম! 
উপভোগের মন্ত্রে ছিলাম আমি ভাস্বর! 
আমি শুধু ভোগ করেছি, 
শুষেছি, পান করেছি, 
তোমার সৌন্দর্যকে,সম্পদকে, 
তোমার সমগ্র নারীসত্তাকে! 

কি ভেবেছো? 
আমাকে তুমি ছেড়ে গেছিলে? 
আমার কষ্টের কারন তুমি? 
আমার নষ্টের কারন তুমি? 
তোমায় সত্ত্বায় আমি বিলীন? 
তোমার প্রলয়োল্লাসে ধ্বংস আমি? 

মেয়ে, বোকার স্বর্গ থেকে নামো, 
তখন চেনোনি, 
এখন চিনে নাও! 
ছলনা শুধু তোমরাই না, আমরাও পারি। 
আমাদের ছলনা? 
তীব্র, নিষ্ঠুর, অসহ্য! 

প্রেয়সী, কিছুক্ষন বসে ভাবো, 
তাকাও নিজের দিকে, 
দেখো, 
তোমার সব শুষে নিয়েছি আমি, 
মরুভূমি যেমন পানিকে শুষে নেয়, 
তেমনি তোমার সমস্ত অস্তিত্বকে শুষেছি আমি, 
তুমি বুঝতেও পারোনি! 

দেখো, 
তোমার নিজের বলতে আর কিছুই নেই, 
সব আমাতে সমর্পিত, 
অথচ, আমি আর এখন তোমাকে চাইনা, 
আমার কাছে এখন তুমি অস্তিত্বহীন এক সত্ত্বা, 
এখন আমি নতুন কাউকে পেয়ে গেছি, 
তোমারই মতো বোকা, প্রেমময়, 
লম্বা চুলের কোনো প্রেয়সী! 
যার চুলের সুবাস মেখে, 
যার চুলে সাঁতার কেটে, 
স্বপ্নের ভেলায় ভাসছি আমি।