কত নিঃস্তব্ধ রাত কেটেছে নির্ঘুম, 
কত রাত কেটেছে আকাশের অগণিত তারা গুনে, 
কত রাত কেটেছে আধারের ধোঁয়ায় ভেসে! 
খোঁজ রেখেছো? 
ভেবেছো কখনো আমার কথা? 

রাত্রি দ্বিপ্রহরের পর, 
ঢাকার ঢাকার নির্জন রাস্তায়,
সোডিয়াম আলোর নিচে একাকী যখন হেঁটে চলেছি, 
দিগ্বিদিক পার হয়েছি রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, 
সঙ্গীহীন, একা, একাকী! 
সঙ্গী ছিলো রাতের নেশাখোর, জাগ্রত রজনীগন্ধারা আর একটা কালো কুকুর! 
সেদিন কি ভেবেছিলে আমার কথা? 
মনে পড়েছিলো? 

এখনো যখন ঘুম আসেনা, 
সারারাত বিছানাজুড়ে এপাশ ওপাশ করি, 
দুচোখের পাতা এক হয়না দুরূহ ইনসমনিয়ায়, 
চিন্তাগুলো অবাস্তব হয়ে ঘুরেফিরে, 
শরীরজুড়ে,মস্তিষ্কের শিরায়,উপশিরায়! 
ছারপোকারাও ক্লান্ত হয়ে যায়, 
রাতের শেষ তারাটাও বিদায় জানায়! 
তখন কি ভাবো আমার কথা? 
মনে পড়ে আমাকে? 

জানি, 
আমার জন্য তুমি নও! 
কিংবা, তোমার জন্য আমি! 
আমাদের মাঝে ব্যাবধানের দূরত্ব হয়ে আছে, ধরিত্রী আর ধ্রুবতারা! 

তবুও, 
ভাবনা কি এসব ব্যাবধান মানে? 
এতে কি স্মৃতি আটকায়? 
দূরত্ব? 
ভেবে নাও সেটা 'নেফারতিতি'র অভিশাপ!
অন্তত, 
তোমার ভাবনাতে হলেও একটু ঠাঁই চাই! 
নিকোটিনের ধোঁয়ায় ভাসমান, 
আমি 
আর ভাসতে চাই না, 
স্থির হতে চাই, তোমাতে। 
ভালোবেসে।