স্মৃতির পাতায় জমছে ধূলো- যাচ্ছে চলে দূরে
তিমির রাতের নিশ্চুপতা- খাচ্ছে কু্ঁরে কুঁরে,


আকাশ দেখে হাত বাড়ালেও- হয়নি আকাশ ছোঁয়া
ফসলগন্ধ্যা আমার ভেতর- আক্ষেপ মেশা চাওয়া,


রোদের হাসি উঠুক বেড়ে- দুঃখ ভুলে সব
জরায় ভরা স্মৃতির খাতা- নতুন গল্প পাক,


সুচিষ্মিতার হাসি ফিরুক- মনে ছড়াক আলো
মিথ্যে মিথ্যে ভালোবেসে- থাকবো ঠিকই ভালো।