ইতিহাসের পাতা মনে রাখবে
সেই ঘটনার মর্মান্তিক চিত্র ।
যে ঘটনা জল আনে দেশমাতৃকার চোখে ,
যে ঘটনা কেড়ে নিয়েছে-
গরিব চাষির সাদা কালো কিছু স্বপ্ন ।
যে দেশজননীকে তারা বুকে আগলে রাখতো
মুখ দিয়ে রক্ত তুলে তার হৃদয়ে ফসল ফলাতো
সেই জননীকেই কেড়ে নিয়েছিল
সমাজের রঙিন ফ্রেমে ঢাকা কিছু দৃষ্টি ।
এখনও সেসব ভুলতে পারিনি ,
পারিনি ভুলতে সেদিনের আইনরক্ষকের কর্তব্যকে ।
কোথায় ছিল সেদিন তাদের মূল্যবোধ ,
কোথায় ছিল তাদের মনুষত্বের কারখানা ,
পেরেছিল কি সেদিন রক্ষা করতে
অঙ্গে পরিহিত ওই পোষাকের মর্যাদাকে !
পারেনি সেদিন মায়ের চোখের জল মোছাতে ,
পারেনি সেদিন অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দিতে ।
সেই দিনগুলো আজও আমায় ব্যথিত করে তোলে ।
যে দিনগুলো কেড়ে নিয়েছিল
চাষির ঘুমের মাঝে দেখা রঙিন স্বপ্নগুলোকে ।
আর তার বদলে ফিরিয়ে দিয়েছিল –
দুঃখ,কান্না,যন্ত্রনার নগর সভ্যতাকে ।
সেদিনের সহৃদয়তায় বাদ পড়েনি
নবজাতকের নির্বোধ নির্মম মুখশ্রী ।
বাদ পড়েনি মাতৃরূপী নারীর শরীরও ।
সেদিনের পরিস্থিতি আর লালসা
পাষাণ করে দিয়েছিল রক্ষনশীল ব্যক্তিত্বকে ,
আর জাগিয়ে তুলেছিল অত্যাচারের প্রতিচ্ছবিকে ।