ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসো
সমাজটাকে ভালো করে চিনতে তুমি শেখো।
ফুটপাতের হাজারও মানুষ কিছু চাইছে
ওদের হাত যেন পদদলিত না হয়।
জানি,ওদের কান্না সভ্যতায় পৌঁছায় না
ওদের আনন্দ তোমাকে খুশি করতে পারে না,
তবুও,আছে ওদের মুখে হাসি।
মন্দির-মসজিদের বাইরে আজ অনেক ধূসর মুখ,
চেয়ে থাকে সভ্যতার নিষ্ঠুর চোখের পানে,
আশাবাদী ওরা,আশাবাদী ক্ষুধার্ত ওই হাত।
সভ্যসমাজ আজ তাকায়ওনা ফিরে ওদের,
স্যুট-বুট আর শার্ট-প্যান্টের চকচকে বাবু ওরা;
সময় কি হবে আদেও?,ওদের দিকে ফিরে তাকা!
অমানবিকতার জল খেয়ে বড় হয়েছো তুমি
কোথায় আর শিখলে গ্রাম্য মানবিকতার সাজ,
কোথায় ফিরে তাকালে সাদা-কালো ওই স্বয়ংসিদ্ধাদের!
ওদের শিশুরা কি তোমার বাড়ির মতো নয়?
দোষটা কোথায়,
ফুটপাতে জন্মানো না জন্মশংসাপত্র না থাকা!
শত শত চেষ্টা সব আজ হয়েছে বৃথা
তবুও,ওদের কান্না সভ্যতায় পৌঁছায় না।