এখনও আমার মনে পড়ে ,
তোমার গলার স্বরখানি ।
এখনও মনে পড়ে ,
তোমার উজ্জ্বল স্নেহমুখীনতা ৷
রবীন্দ্রনাথের কথায় ‘সে চলে গেল
বলে গেল না’ ।
তুমি চলে গেলে এই পৃথিবী ছেড়ে
প্রতিজ্ঞা হল না পূরন
একশো বছর বাঁচার ।
কথা রাখা না হলেও -
মানুষ রাখবে তাদের কথা ,
স্মরণ করবে তোমায়
চির অমর ভেবে ।
সত্যিই তুমি গাইতে সবার সেরা গান
কখনও বা কফি হাউসকেই -
ভালোবেসেছো , করেছো গানের থিম ।
সারা পৃথিবীতে আছে তোমার স্মৃতি
ভুলবে নাকো করতে তোমার নাম উদ্ধৃতি ।
এখনও মনে পড়ে ,
তোমার প্রিয় গান
“আমার ভালবাসার রাজপ্রাসাদে” ।
একবিংশ শতাব্দীর শূন্যস্থান
পূরন করবে কে ?
হয়তো পৃথিবীতে আর জন্মাবেনা
দ্বিতীয় মান্না দে ।
বারো মাসে তেরো পাব্বন
বাঙালীর চির রুচিকতা ।
সেই ভেবেই মান্না জী করেছিলেন ;
গানের অ্যালবামখানা ।
শ্রমিক দিবসের দিন জন্ম তোমার
কত কষ্টের মধ্যে দিয়ে ,
বড়ো হয়েছো তুমি ।
ভাবতে অবাক লাগে –
কাকা গুরু , তুমি শিষ্য
অথচ তুমি হলে কাকার চেয়েও
বড়ো গানের শিষ্য ।