বহুদিন নির্জনতা পায়নি
নির্জনতাকে উপভোগ করার
সুযোগ হয়নি সবুজকে-
হৃদয় থেকে অনুভব করার ।
এখন যান্ত্রিকতার থাবা পড়েছে
গ্রাম্য দেহজতায় ।
লুকিয়ে আছে প্রাণ
নির্জল মেঘের অন্তরালে ।
তাই,আমি শুধু ফিরে পেতে চাই
ধূসর মেঘের মাঝে
এক ঝলমলে সূর্যকে ।
আর আহ্বান করি-
সবুজকে বাঁচিয়ে রাখার
এক নিরলস সংগ্রামকে ।