ভেবেছি একা বসে কতকাল
এ সমাজ যেন হিংসার শৃগাল ।
চেয়ে দেখি ক্ষণকাল
এ সমাজ যেন চিত্রপটের সজ্জাবিন্যাস ।
এ সমাজের নেই কোনো সম্ম্মান ,
নেই কোনো মনুষত্বের অলংকার
শুধুই নাগরিক লালসার জয়জয়কার ।
আচ্ছা আপনারা বলতে পারেন –
সন্ধ্যার পর কেন একটি মেয়ে
কুণ্ঠা বোধ করে বাড়ির বাইরে পা রাখতে !
কেন ভয় পায় গলিত আঁধারকে ,
কারন সেও হতে পারে
প্রাগলভ্যের জ্বলন্ত শিকার ।
মেয়েটি সাহসী বা বিপ্লবী হতে পারে
কিন্তু তখন তাকে এগুলো
বন্দুক রাখতে হয়
অন্ধকুঠুরির অন্ধতামসে ।
তবুও লজ্জা,ঘৃণা,অপরাধ বোধ নেই
ওই অমর্ষিত মানুষগুলোর।
আমার বিবেক গর্ব বোধ করে
এই মহানুভব মানুষগুলোর প্রতি !
এরাই কিনা –
মাতঙ্গিনী ,নেতাজী সুভাষ ,ক্ষুদিরাম
বিনয়-বাদল-দিনেশ এর দেশের লোক ।
এরাই কিনা দেশের উন্নত নাগরিক !!