বহুদিন অপেক্ষা করেছি
তোমার ফিরে আসার অনিশ্চয়তায় ।
এ সমাজ, এ বঙ্গপ্রকৃতি, এ কবিতা
কেউ ফিরিয়ে দিতে পারেনি –
আমার ভালবাসার আমিকে ।
কেউ ফিরিয়ে দিতে পারেনি –
একই ছাতার তলায় আগের মতো
দুটি মানুষকে এক করে দিতে ।

বহুদিন কথা হয়নি ।
শুনিনি তোমার কণ্ঠে
দীর্ঘক্ষণ চালিয়ে যাওয়া
কোনো প্রসঙ্গের অনাবিল আলোচনা ।
কোনো অলৌকিক, কোনো সংস্কার, কোনো বিজ্ঞান
কেউ ফিরিয়ে দিতে পারেনি –
না বলা কথাগুলোকে
বলার সুযোগ করে দিতে ।


বহুদিন পেরে উঠিনি
তাকিয়ে থাকতে তোমার ওই-
চাঞ্চল্যকর নয়নের দৃষ্টিপানে ।
কোনো পরিস্থিতি, কোনো বশীকরনতা, কোনো মায়াবি শক্তি
কেউ ফিরিয়ে দিতে পারেনি –
সেই দুই নয়নকে পুনরায় স্থির করে তুলতে ।
ফিরিয়ে দিতে পারেনি-
রঙিন সেই চোখে সাদা-কালো্র হারানো সম্মান ।


বহুদিন কোনো সম্পর্ক নেই
সেটা অনেকটা তোমার অনিচ্ছাতেই-
পুরানো আলোয় সেজে ওঠেনি ।
কোনো পুরানো স্মৃতি বা কোনো বন্ধুর উওম দরদ
নেভাতে পারেনি তোমার মনে-
অভিমানের জ্বলন্ত চিতার অগ্নি ।
এমনকি এরাও কেউ পারেনি-
সম্পর্কে টানা দাঁড়িটাকে পুনরায় আমার পৃথিবীর বুকে হাঁটাতে ।


আর কত বসন্ত কাটাতে পারলে
শেষ বিচারের রায় দেবেন বিধাতা !


বহুদিন তো কেটে গেছে
তবু,এখনও অধরা রয়ে গেছে
ভালোবাসা নামক সেই আদুরে পাখিটি ।