হে বিধাতা।এতদিনে তোমারে চিনিলাম।
সত্যিই কি অপূর্ব তোমার সৃষ্টি।
এসবের জন্যই কি রেখেছো আমার নয়ন বাঁচায়ে,
বুঝায়ে দিলে ভালোবাসা হয়নি এখনও নগ্ন,
চোখ খুলে দিয়েছো আজ,আবার নতুনকরে মিলি।
ভালোবাসা আজও জীবিত ওই গলির মোড়ে,
কিংবা প্রেমিকার নয়ন ভরা অশ্রুজলে।
কি মানবিকতার আদলে তুমি গড়েছো তারে,
বারবার হৃদয় ফিরে যেতে চায় সেই এক খেয়াতে।
এতোটা ভালো কভু বাসিতে পারিনা কোনোদিনে
আজ তাহার আকাশ যতটা বুঝায়ে দিলো আমারে।
ভুলে গেছি প্রায় পুরানো সেই কলতান,
আজি আছে সনে নূতনের সেই সুর আর গান।
যতবার তাকাই তোমার ওই অস্থির নয়নে,
ভালোবাসা খুঁজে বেড়ায় অদৃশ্য চুম্বনে।
যতবার মনে মনে ভাবি বসে তাহারে,
কুঁড়ি বিকশিত হয় ততই আপন যতনে।
ভালোবাসা হেথায় নয় যে মূল্যহীন,
যতনে রাখিও তারে,হয়েছি ভাষাহীন।
আজি হোক নজরুলের বাঁশি মধুর প্রতিবাদ,
যারা ভালোবাসার গায়ে হেনেছে আঘাত।


【কবিতাটি লেখা হয়েছে ২৪/০৫/২০১৮ তারিখে】