সেদিন ছিল ভরা পূর্নিমা,
দক্ষিনের জানালাটা ছিল খোলা,
চাঁদের পানে চেয়ে অনন্যা বলল
দেখ সুমিত আজ চাঁদটা কত অপরূপ,
আমি বললেম, জানি পূর্নিমায় চাঁদ সুন্দর
তবে তার চেয়েও সুন্দর তোমার ওই মুখ,
শুনে হেসে খুটি খুটি, লজ্জা রাঙা মুখ,
আর কিছু কি এত সুন্দর, এত অপরূপ,
এভাবেই কত পূর্নিমা গেছে,
আমি আর অনন্যা কেটে গেছে সময়
পাশাপাশি বসে,
খুব জেদি, জেদ ছিল তার কবিতা শুনতে হবে,
শুনিয়ে দিতেম দুচারটে লাইন, শান্ত হত তবে,
ছিল কত সুখ, সুখের প্রহর এখন আর নাই,
সে গেছে চলে না ফেরার দেশে রয়ে গেছে স্মৃতিটাই।


এখনো পূর্নিমা রাতে,
খোলা জানালায় চেয়ে থাকি আমি,
স্মৃতির ভুবনে বিলীন হই সর্বস্বে,
জোছনার আলোয় সেই পীঠ দেখি বারে বারে,
যেথায় চিরনিদ্রায় শায়িত অনন্যা দশটি বছর ধরে।।