ব্যস্ত নগরীর শত ব্যস্ততার ভীড়ে
একদিন,
চেনা কিছু মানুষের সাথে,
হারিয়ে গেলাম ধুলো বালি আর পাথরের দেশে
হাসি, গান, কবিতা, কৌতুকে
সারা দিন।


ভুলে সব পিছুটান
মুক্ত বিহঙ্গের মত উড়েছি,
জুবের, সুমনার গানে
সুকু, শরীফের কথায়
মারুফ, খাদিজার নীরবতায়
আনন্দের যে উদ্বেল ঢেউ,
সেই ঢেউয়ে আমি ভেসেছি।


বিউটির বিউটি, মাছুমার হাসি
সুহেলের শোভা, ছড়ালো যে আভা
সে আভায় আমি সুখ স্নান করেছি।
দোলনায় শিউলি, পাশে বসা পার্টনার,
কাউকে ভুলা যাবে নাতো আর।


সুন্দরী সাজেদার মায়া ভরা মুখ,
জাকিরের চাহনি দিয়েছিল সুখ,
নাইমার সেলফিতে, রিপনের ক্যামেরায়,
বন্দী হল স্মৃতি ফটোমালায়।
স্মৃতির পাতায়, অম্লান এ দিন
চিরদিন রবে চির অমলিন।