সেদিন না হয় আবার,
একসাথে বসে পূর্ণিমা চাঁদ দেখব দুজনে,
এক-ই তরী ধরে দেব পাড়ি
নতুন এক স্রোতস্বিনী,
নতুন এক দেশে নতুন রূপে
গড়ে নেব নতুন নীড়
নতুন তুমি নতুন আমি।
জন্মান্তরের নিয়মে আবার
কোন এক নতুন জনমে
নতুন এক বন্ধনে
বাঁধিব তোমায় নতুন করে
আরও প্রেম আরও প্রেম দিয়ে।


সেদিন না হয় আবার
কোন এক সমুদ্র তটে পাশাপাশি বসব দুজনে,
হাতে হাত রেখে নতুন এক অরুণ
সমুদ্রের ঊর্মিমালায় হারিয়ে যেতে দেখব
দেখব নতুন কিছু পাখি
গানে গানে আনন্দ দিবে
নতুন এক সুরে, নতুন এক নির্জনতায়।
আমার প্রতিটি নতুন জন্মে
নতুন করে ভালবাসব তোমায়
নতুন এক বন্ধনে
বাঁধিব তোমায় নতুন করে
আরও প্রেম আরও প্রেম দিয়ে।