বড় ইচ্ছে হয়
আবার ফিরে যাই সেই দিনে
লুকোচুরি খেলা খেলি
রতন স্বপন তমাল রাতুল
আরও অনেক মিলে।।
আবার খেলি কানামাছি
গোল্লাছুট আর বৌচি
হাডুডু তে ছিলেম সেরা,
ফুটবলেও কম কি?
মুরুগ লড়াই টা জমত বেশ
জমত ডাংগুলি
আজও আমার ইচ্ছে করে
দাড়িয়াবান্দা খেলি।
বড় দিঘি তে কাটতাম সাঁতার
প্রভাত ছিল সেরা,
সবই তো আজ হারিয়ে গেছে
যান্ত্রিক জীবন ধারা।



নেই তো সেই সবুজ মাঠ
নেই তো খেলার সাথী
ল্যাপটপ আর কম্পিউটারে
খেলে আমার খুকি।
খেলবে কখন সময়টা কই
পড়তে হবে তাকে,
কতটুকু ক্ষন পায় আর খুকি
এত কিছুর ফাঁকে।
সারাটা দিন স্কুলে তে
পড়া চলে খুব,
বাড়িতে এসে বাড়ির কাজটা ও
করতে হবে রোজ।
ইচ্ছে করে খুকির সনে
বেড়াতে যাই দূরে,
সবুজ ঘাসে খেলুক খুকি
পাখির মত উড়ে,
সবুজ তো আর দেখি না আজ
দালান উঁচু উঁচু,
বদলে গেছে পৃথিবীটা
নেই তো আগের কিছু।
কেমনে হবে মানুষ খুকি
মানুষে না মিশে,
জীবনটাইতো হারিয়ে যাবে
যান্ত্রিকতা র বিষেঁ।