কি অপূর্ব বাংলার শ্যামল ছায়া
কেমনে ভূলিব আমি এর মোহমায়া।
বারেক ফিরে যেদিকে তাকাই
শুধুই তার শ্রী খুজে পাই।
মরিতে চাহিনা আমি ভূবন ছেড়ে
যব মিটিবেনা ক্ষুদা দেখে তারে।
গাইবো আমি শুধু বাংলারই গান
বাংলা যে আমার মায়ের সমান।
বাংলার শ্যামলীমার শীতল ছায়ায়  
জননী ভূলিয়েছে মোরে মহামায়ায়।