বানের ঢেউ
-ফেরদৌস আহ্ মেদ


ছল্ পল্ কল্ কল্ কল্
উজান হয়ে আসছে
বান বন্যার ঢল্।
ঘটি বাটি হাঁড়ি কড়ি  
নিয়ে ছলেমা আর কলেমাদের
দিকবেদিক দৌড়াদৌড়ি।
নেই কোথাও স্থিরতা
কোনদিকে যাবে কি করিবে
সে নিয়ে সকলে অস্থিরতা।
জলে জলে থই থই
ডাকছে সকলে রব রব    
এথায় হেথায় একটু সয়ে রই।
রোজা শেষে ভোরেই ঈদ
শোঁ শোঁ বানের ঢেউয়ে
আখি চল চল নেই কারো নিদ্।