-
লাল সবুজের পতাকা তুলে ধরেই উচে
তরুণ যুবা দামালেরা প্রভাতেই ছুটছে।
বিজয়ের নিশান হাতে বলছে সারা বিশ্বে
স্বাধীন হয়ে মোরাই আজি সবার শীর্ষে।
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে করেছি চুরমার
করেছি মুক্ত সবুজে ঘেরা স্বদেশ মোদের।
দেশের তরে দশের তরে রেখে জীবন বাজী
দিয়েছি মোরা শিক্ষা ধরে ধরে সকল পাজী।
যে শহীদের রক্তে হায়না রঞ্জিত করল দেশ
ওদের নামে শপথে নাকাল হল বেশ বেশ।
দেশপ্রেমি জনতা বলল একে অন্যে চল চল
সবে  মিলে হায়নার হাড় ভেঙ্গে করি বিকল।
পূর্ব আকাশে বিজয়ের সূর্য হতেই উদয়
লেজ গুটিয়ে হায়না গুলো হল সব বিদেয়।
দম্ভ অহং ভরে দেখিয়ে ক্ষমতার বাহার
পারেনী দমাতে ওরা কোনদিন মোদের।
আজি এই স্বাধীনতার পতাকা উচে তুলে
করি শপথ চল সকলে একই সুর মিলে।


“দ্বন্ধ- সংঘাত, ভেদাভেদ সব ভুলে
থাকব মোরা লাল সবুজের পতাকা তলে।
আজি হতে মোরা শুধুই ভাই ভাই
সুখে দুঃখে নিব একে অন্যের বুকে ঠাই।
ঝরা জীর্ণতা সংকীর্ণতাকে দূরে ঠেলে
করব মোরা সকলি হেসে খেলে।
আজি হতে কেউ হব না কারও পর
সকলেই থাকব সকলের তর।“


দেখবে বিশ্ব অবাক চোখে বারেক তাকিয়ে
বাংলা মায়ের সন্তান সর্বদিকে যাচ্ছে এগিয়ে।