ভাবিছেন বসিয়া দাদু নদীর কুলে
গেল কত সময় তাহার ভুলে ভুলে।
নয়নে অশ্রুরা জড়ো হইলো দাদুর
হাত তুলে ক্রন্দন, কি বেদনাবিদুর।
বিলাপ সুরে বলিতেছেন, হে বিধাতা
তুমি বিনে ত্রিভুবনে নয় কেউ ত্রাতা।
সময় স্রোতে ভাসিয়াছে আমার ভেলা
না বুঝে কত পথ হাঁটিয়াছি একলা।
মোরে সৃজন করিয়াছে যে প্রানস্বামী
তার লাগি হলোনা মন দিবসগামী।
সঙ্গ দোষে কাটিলো ভুলেভরা যৌবন
বেলা শেষে হলোনা কেউ আপনজন।
প্রার্থনা করিতেছি বসিয়া এ নির্জনে
ক্ষমা করিয়া দাও মোরে এ সন্ধিক্ষনে।