বড়ই অসময়


ছুটে চলা নিরন্তর মানবে
চলিছে অবিরাম সংগ্রাম
কিভাবে কখন কোথায় থামবে
নেই যে কোন আণ্জাম।
কাজ নেই কর্ম নেই
নেই যেন কোন আশা
তবুও চলিছে অবিরাম, হারিয়ে খেই
বেঁচে থাকার দুরাশা।
দিকে দিকে বুকভরা হাহাকার
দীর্ঘশ্বাস ফেলে কষ্টে
সব দেখেও রাজা রয়েছে নির্বিকার
নিজ সুখের তুষ্টে।
গুমরে কেঁদে উঠে মানবতা
প্রতিনিয়ত কত অভাব
এরই জন্য হলো কি স্বাধীনতা?
অধীনতা করাই যে স্বভাব।
কথা বলিবার নাই যে শক্তি
দেশদ্রোহিতার হইবে শামিল
রোষে পড়িলে না মিলিবে মুক্তি
হৃদয় যে বড়ই পঙ্কিল।