সমাজ সংসারের নিত্য বেড়াজালে
দেখা গেছে বুজুর্গরুপী শয়তান কালে কালে।
বুজুর্গীর নামে হুগযুগে মাতলামি
করাই যেন কর্তব্য, ইহাদের এ নিত্য ইতরামি।
চোরাকে বলে চুরি কর, গৃহস্তকে বলে সজাগ থাক
চোরা ধরা পড়লে বলে, চল সবে বিচার করা যাক।
বিচার আসনে বসিয়া দেখায় বুজুর্গামী
কতো নিরীহকে শাস্তি দিয়ে তোলে মজার হামী।
ভাবখানা এমন যেন এক্কেবারেই বুজুর্গের দল
যত্তোসব ফাজিল, যখন-তখন করে শুধু চল।
নিজের ক্ষমতা আর মাহাত্য প্রর্দশনে
ভাবখানা অতিরঞ্জিত করতেও ছাড়েনা স্বীয়জনে।
যেন সেই পৃথিবী সেরা মানব
সুযোগ খোঁজে হয়ে উঠতে দানব।
একটু সুযোগ যখনি পায়
পারেনাতো নেচে গেয়ে যায়।
হয় হোক তার নৃত্যচ্যুত
বুদ্ধি খাটায় ঘটাতে কান্ড সব অদ্ভুত।
এরুপ বুজুর্গদের হয়না কখনই মরন
একের পর এক ইহাদের ঘটে আগমন।
একে একে পাঠিয়ে ইহাদের পৃথিবীর তরে
জগত বিধাতা কি জগতের শ্রী বৃদ্ধি করে?