শহর থেকে দুরে বহুদুরে
পথ-ঘাট পেরিয়ে মাঠ প্রান্তরে
নীলিমার নীল রোদ্দুরে
থাকে একটুখানি নীল কুঠিরে।


বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে
মাথার ঘাম পায়ে ঝরে ঝরে
সোনার মাটিতে সবুজে ভরে ভরে
থাকে সে সদা মাঠ জুড়ে।


ফলায় অন্ন ফলায় ধান
রাখে সজীব সবার প্রান
দেশ মাতার রাখতে মান
হেসে খেলে কোরবানী করে জান।


কয় তারে চাষা
সেই যে মোদের আশা
নয় সে শুধুই চাষা
সে যে বাংলা মায়ের সকল ভরসা।