বাসায় বসে আইনজীবী অনেক নেতারা
বাজায় সুখে যেন মনের তানপুরা।
কেউ আবার চুপচাপ
কথা বললে হবে শাপ।
তরুন যুবা আছেন যত বন্ধু ভাই
চুপ করে তারা বসে নাই।
তুলছে আন্দোলনের ঝড় তুফান
হয়ে যেন বীর নওজোয়ান।
ডাকছে তারা হাত বাড়াই
আহেন বন্ধু আহেন ভাই।
দলমত আজ ঊর্ধ্বে রেখেই
চলেন সবে চিফের কাছে যাই।
কোর্ট চলবে ভারচুয়াল
ফাইলিং এভিডেভিটের রেখে একই হাল।
চলছে এ কোন ধুম্রজাল
চিফ নাকি বলছেন নো নো নো একচুয়াল।
দুইমাস ছয়দিন ছিল দেশ লকডাউন
মোদের কোর্ট কেন পাঁচ মাস শাটডাউন।
কেমন নিয়ম কেমন নীতি চাইছে মন জানতে
বিচার প্রার্থীরা মরবে কি তবে সন্ত্রাসীদের হাতে।
কোর্ট বন্ধ থাকার এ সুযোগে
সন্ত্রাসীরা হচ্ছে হিংস্র সব একযোগে।
বাধা দেওয়ার নেই কেউ সন্ত্রাসীদের
মানছেন এখন ওরা কোন আইনজীবীদের।
সন্ত্রাসীদের নেই চিন্তা একটু মোটে
জামিন পাওয়ার আশায় ভারচুয়াল কোর্টে ।
চোর গুন্ডা পান্ডা সন্ত্রাসী বদমাশ
সকাল বিকাল করা উচিত জম্মের পালিশ।
বদমাশগুলোর জামিন হয় যদি নিত্য ভারচুয়ালে
দুর্ভোগের শেষ থাকিবেনা নীরিহ জনতার কপালে।