রৌদ্রজ্জল প্রানবন্ত বনে বৃক্ষকুল
মৃদুমন্দ বায়ু তোড়ে পত্রে দোল
নীল গগনে সাদা মেঘের মিছিল।
ফুলকলিরা ঝুঁকে রয় কুড়ায় ফুল
দিক দিগন্তে বয় যেন প্রানোচ্ছল
পাখ-পাখালিদের মধুময়ী বোল।
শুকনো পত্রের মচ্ মচর মচ্ শব্দ
বেজে বারে বারে কর্নে হয় লদ্ধ
যেন ফুলকলিদের পদঘাতে জব্দ।
কাঠুরে কাটে কাঠ ঠুক্ ঠুকর ঠুক্
তা দেখে কাঁপে ফুলকলিদের বুক
কাঠুরে কাড়িলো বুঝি ওদের সুখ।
বৃক্ষতলে হৃদয় হরিত যতো ফল
আমলকি হরিতকি জাম জামরুল
কুড়ানো হবে কাঠুরে দ্বারা নিষ্ফল!