ফুলমতির হলো র্দুগতি
বলে না কোন মতিগতি।
ফুলমতির বায়না
জামাইর বাড়ি যাবেনা।
জামাই একটা পোটকা
খায় শুধু ভদকা।
জামাইর মা শাশুড়ি
যখন-তখন দেয় কড়াকড়ি।
শাশুড়ি করে দাবি
যৌতুকের রাঙ্গা গাভি।
ফুলমতির মনে অশান্তি
চ্যাকা খেয়ে শাশুড়ির খুন্তি।
ফুলমতিরে দিছিলো বিয়ে
সৎমায় খেদিয়ে।
থেকেও নেইরে বাবা
ফুলমতি যেন তাই বোবা।
মা নাই বাপ নাই
শাশুড়ির কেবল চাই চাই।
ফুলমতিদের জীবন
হয় কেনো এমন?