স্নিগ্ধ সবুজে শ্যামলের শোভা গাঁয়
নীল রং মেখে হারায় যে নীলিমায়।


নীলিমায় ডানা মেলে উড়ে মুক্ত বিহঙ্গ
যেন অপরূপ রূপের ছটা মোদের বঙ্গ।


মৌচাকে মৌমাছিদের নির্ঘুম ভনভনানি
হঠাৎ কানন ফাঁকে কারো যে কানাকানি।


সাঁঝ হতেই সকলের হাড় কাপুনি
এ বুঝি এলোরে নব্য দস্যু বাহিনী।


স্বৈরতন্ত্র-রাজতন্ত্র নয়, এ তো গণতন্ত্র
তারই ফলস্বরূপ হয় কত বোমেরতন্ত্র।


মাঝে মাঝে শুরু হয় ঠুস ঠাস ঠুস ঠাস
অবিরাম চলে তা বেসুরে ঠাস ঠুস ঠপাস ।


নিকষ রাতে প্রকৃতির নিরস ডাকে
বেরোলে কেউ একটুখানি
দস্যুর দাঁত কেলানো বিশ্রী হাঁকে
পেয়ে যান গনতন্ত্রের সুস্বাদখানি।