গৌধুলীর অপূর্ব রাঙা বিকাল
ধরনীতলে সযতনে গড়েছেন
মহান দয়াল।
মাঠে-ঘাটে ছেলেপুলের কোলাহল
শিয়ালেরা তৈরী নিয়ে যত
মালামাল।
রাত হলে মুরগীর খোয়াড়
খুলে করবে আস্ত আস্ত
সাবাড়।
গৃহিনীরা ঘরদোর গোছাতে ব্যস্ত
নিয়ে সকল দা খুন্তি আর
কাস্ত।
যদু মদু সদু আর দাদুরা করছে অজু
সালাতের পরে করবেন
আরজী রুজু।
হেলায় হেলায় পেরিয়েছি কতো বেলা
অশ্রুজলে ক্রন্দন নানু দাদুর
একলা।
করেছি কততো মন্দ-ছন্দ হে প্রভু
তুমি বিনে কে মোরে করিবে
সাফা কভু।