তোতা পাখির ভাগ্য বলা
সকাল-বিকাল চলতো সারাবেলা।
ঝুন ঝুনির ঝুন ঝুন শব্দেরা
দুষ্ট-মিষ্ট ছেলেদের করতো পাগলপারা।
ভেঁপুর ফু ফা শব্দরাও মূখরিত করতো
এথায়-হেথায় হাটে-ঘাটে সর্বত্র।
সন্দেশ নাড়ু মিষ্টান্ন আরো কতকি
মজা করে খেতো পাড়ার খোকা-খুকি।
কটর মটর শব্দে ঘুরতো রাধাচক্কর
সন্ধ্যা পেরোলে জড়ো হতো ফাঁজি-ফক্কর।
গ্রাম-গঞ্জের মিষ্টি-মধুর বর্নিল যতো খেলা
এ নিয়ে ছিলো মোদের পৌষ-পার্বন মেলা।
আজ সবকিছু মোদের কাছে কেবলই স্মৃতি
কতইনা সুন্দর ছিলো গ্রাম বাংলার কীর্তি।