সততা, শান্ত-শিষ্টতাই হইলো যেন বড় অপরাধ
বাঁচিবার তরে বলিতে হইবে নাকি মিথ্যা অগাধ।
সত্য সুন্দর সরলমনা হইলে তার কত বিপদ
নচ্চার জোচ্চরেরা বলে, আরে এতো কলুর বলদ।
নাহি কেহ হয় সহায় তার সংসারের কোন কুলে
ও পারিবে ভাবার কি দরকার, আপন-পর সকলে বলে।
স্বীয় সাধনায় এগিয়ে যাবার চলে তার প্রানান্ত চেষ্টা
নচ্চার বহু হিংসুটেরা বাধা হয়ে মেটায় তেষ্টা।
হিংসায় জ্বলে পুড়ে হিংসুটেরা যেন চারখার
সুযোগ খোঁজে ভাড়া ভাতে ছাই দেবার।
স্বীয় চেষ্টায় কষ্টে-রিষ্টেও শান্ত-শিষ্টকে দেয়না চলিবার
যেন ওরাই সকল সুখ-শান্তি আর সাফল্যের ভাগিদার।
ওদের ধারনা ওরাই সকল দিক দিয়া সেরা
শান্ত-শিষ্ট ভোলা-বালারা পাগল-ছাগল আর ভেড়া।
কোন গুনাগুন ইহাদের থাক আর না থাক
সর্ব ব্যাপারে নিজেকে সেরা ভেবে ঠাট বজায় রাখা যাক।
শান্ত-শিষ্ট ভোলা-বালারা দু:খ-কষ্ট আর যাতনায় থাক
শুধু ওরাই যখন-তখন রাজা-রাণী বনে যাক।
ইহাদের এমনি কঠিন থেকে কঠিনতম আসুক ধ্বংস
হিংসার অনলে জ্বলে পুড়ে যেন হয় নৃশংস।