জাগো হে বীর তোল শানিত তীর  
হিমাদ্রী সম তব উন্নত মম শির
শির নাহি নত কর গগণ হেরে চির।
জাগো জাগো জাগো হে বীর
তুফান তুলে জাগ্রত কর প্রহরীর  
তোমারই প্রতীক্ষায় নিষ্পেষিতরা অধীর।
বাক্ রুদ্ধ নির্বাক সব আজ শৃঙ্খলিত
সর্বগ্রাসে প্রতিবাদের মস্তক সব অবনত
মদিতের নিরব ক্রন্দন দিকে দিকে ধ্বনিত।
বিষে বিষাক্ত সংসারের চারপাশ
যেন জিঘাংসা আর হিংস্রতার করাল গ্রাস
ঘাড় মটকে মটকে নিঃশেষে কর ঠাস-ঠাস।
অপরাধীর ধ্বংসে সকল অপরাধ
গগন বিদীর্ণ করে তোল কম্পিত নিনাদ্
ধ্বংসে বিধ্বংসে ওদের দাও এক নতুন প্রভাত।