কে ধনী কে গরীব
তা নিয়ে না থেকে সরব
হিসেবের খাতা লয়ে চল বন্ধুসব
ধ্যানে জ্ঞানে ডাকিয়া যাই শুধু রব রব।


ক্ষনিকের এই দুনিয়া
রইবে না চিরকাল অমর হইয়া
যাইতে হইবে একদা সব ছাড়িয়া
শেষ নিঃশ্বাস নিমিষেই ত্যাগ করিয়া।


প্রাণ হারাইয়া অকালে
মুড়িয়া থাকিবে কাফন তলে
ভাই ব্রাদার স্বজনরা কাঁদিবার চলে
মাটি দিতে নিয়া যাইবে খাট কাঁধে তুলে।


আঁধার কবরে একাকী জীবন
সঙ্গে রইবে না এ দুনিয়ার সাথীগণ
ধ্বংসে বিধ্বংসে রইবে ব্যাস্ত প্রতিক্ষণ
পোকামাকড় সাপ বিচ্ছু সকল সারাক্ষণ।


কি আছে কি নাই
না ভেবে হতাশা দূরিয়া দিই
এসো দুঃখ ব্যাথা সব ভুলিয়া যাই
যাহা পেয়েছি তাতেই শুকরিয়া জানাই।


করি শপথ চল পরে পরে
ধনী গরীব সকলে হব সকল তরে
হিংসা দ্বেষ অহং ঠেলে দিয়ে বহুদূরে
সদা রইব সৃষ্টি আর আর মহান স্রষ্টার তরে।