সাঁঝের বেলা পেরিয়ে শুরু হয়
আঁধারে উঁকি দিয়ে আলোর ফেরা
দুয়ারে দুয়ারে খিল লাগিয়ে
ঘুমিয়ে পড়ে দীনহীনরা।
ঝোপের মাঝে থেমে থেমে
বারে বারে ডাহুকের ডাক
বুকের ভেতর শুরু হয়
অজানা ভয়ে দুপ দুপ ধক্ ধক্।
পত্র পল্লবী দোলে চিক্ চিক্
আঁখি মেলে তাকায় সকলে দিক্ দিক্।
জ্যোৎস্নারা বেরোয় ঠেলে ঠেলে
আঁধার পিছন ফেলে ফেলে।
বসনে ভূষন আলোয় আলো ঝিকিমিক
শিউলিরা হেলে-দুলে হাসে ফিকফিক।
উচ্ছ্বাসে উচ্ছ্বাসে পাখ-পাখলির উল্লাস  
জ্যোৎস্নার আলো গায়ে মেখে মেটায় আশ।
এ ডাল নুইয়ে ও ডালে
আনন্দে বাদুরের লাফালাফি
তাই দেখে জ্যোৎস্নাস্নাত যুবতীর
হৃদয় নাচে উঠোনে চুপি চুপি।
আলোয় আলোয় সুশীতল মায়ার রেশ্
প্রকৃতি প্রেমীরা গৃহ ছেড়ে করে জ্যোৎস্নাবিলাস।