কিছু শব্দ হয় গঠন স্বপ্নের আবেশে
শব্দে শব্দে হয় কাব্য রানীর রুপের বেশে।
পাঠে কাব্যের দু’খানি চরণ
করেন পাঠক কাব্য রচয়িতাকে শ্বরণ।
কবি হৃদয় আনন্দে হয় আপ্লুত
শ্রদ্ধায় মস্তক বারে বারে তাই অবনত।
নিজেরে লয়ে ব্যস্ত থাকিতে আসেননী কেহ এই সংসারে
কাব্যে সাধকগণ বুঝিয়ে দেন তাহা বারে বারে।
কবিগণ বৃহৎ এ সমাজের বিবেক
লিখে যান পরের তরে দিয়ে নিজেদের সমস্ত আবেগ।
কতো কবি লিখে যান অবিরত মানবতার তরে
বেলা শেষে দেখেনা নিঠুর এ সমাজ একটু তারে ফিরে।
কবি বন্ধু কবি ভাই ভাই যেন একই বৃন্তে ঠাঁই
পরের তরে লিখেন তাহারা মানবতার গান গাই গাই।
যুগে যুগে আসবেন কবি সমাজ সংসারে
চরণে চরণে সাজাবেন কাব্য অসঙ্গতি তুলে ধরে ধরে।
জেগে উঠবে ঘুণেধরা সমাজ কাব্য পড়ে পড়ে
ধ্বংস বিধ্বংস হবে সকল অসঙ্গতি মুখ থুবড়ে পড়ে।