মনের মাঝে আসে যা, লিখি যে তা
লোকে বলে হয়েছে যে কবিতা।
এখনে বুঝিলাম, এমনই কবিতা বির্নিমান
হইতে হইবে একাজে অধিক যত্নবান।
ভাব মাধুর্য্যতার করিতে হইবে আনয়ন
নইলে যে হইবেনা কবিতার সুর্নিমান।
কাব্য নির্মানে ভুল ধরায়ে দিল যে জন
সে যে মোদের সদা সবচেয়ে আপনজন।
কবিতা মোদের করিলো যে কবি
মন তুই ওর প্রতি কেন অযত্ন করবি।  
কবিতাই যে এখনে হইলো মোদের প্রিয়তা
তারি বিনে হৃদয় মোদের কেবলই শুন্যতা।
বিধি মোদের  দাও অনেক অনেক কবিতা
তারি মাঝে তুলে দিতে পারি যেন অপ্রিয়তা।
জগৎ সংসারের চারিদিকে চলছে নিরব কান্না
মোদের কবিতাই যেন হয় জেগে উঠার ঠিকানা।
সমাজের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে কীটপতঙ্গ
কবিতাই হোক সকলের হাতের অস্ত্র, করতে ওদের ছত্রভঙ্গ।