রৌদ্রুর মাঝে ঝিরি ঝিরি বৃষ্টি
ভিজে চলেছে করুণ কিছু দৃষ্টি।
জৌলুশের দুনিয়ায় ভয়ার্ত সব চাহনি
কি সুধিবে কাকে সুধিবে তাদের কাহিনি।
দস্যুপনা চলেছে রাত-বিরাত সরগরমে
ধন মান হারিয়ে বাকরুদ্ধ ওরা সরমে।
ধন ছিলনা ছিল যে ইজ্জত সম্মান
সেটাও নিচ্ছিলো যখন-তখন কলির রাবণ।
ওরা যে নিন্মবিত্ত পরিবারের কন্যা-পত্নিগণ
ওদের ইজ্জত হরণে রাবণের যত সমীকরণ।
সুযোগ বুঝে রাবণেরা ভাই
ওদের সাথে করছে যাচ্ছে তাই।
রাবণেরা নিচ্ছে বাড়ি নিচ্ছে হাড়ি
যখন-তখন কাড়ি কাড়ি।
থাকে ওরা সদা উৎকন্ঠায়
ঝাঁপিয়ে পড়বে রাবণ কখন কোন সুধায়।    
গণতন্ত্র গণতন্ত্র আহ্ কেমন গণতন্ত্র
গণতন্ত্রের যুগে রাবণদের মনগড়া তন্ত্র।