মাঘের শেষে এ কোন আবেশে?
 দিচ্ছে হানা কুয়াশারা ধোয়ার বেশে।
 তুল তুলে তুলো হয়ে
পাখ-পাখালির গায়ে গায়ে। 
পত্র পল্লবে ঝিম ধরায়ে
একটু ফোটার বৃষ্টি দিয়ে।
বুড়ো দাদু লেপ মুড়িয়ে
কাঁপছে শীতে হুন হুনিয়ে।
কচি কাঁচা ফুল কলি সব
দিচ্ছে উকি হয়ে টগবগ।
পথের ধারে বিলের ধারে
নাড়া নুডো নেড়ে নেড়ে।
হাসছে আবার দামালের দল
আগুন জ্বেলে হল হল পল পল। 
মাঠের পাড়ে আম বাগানে 
রিক্ত শিক্ত বদনে।
কৃষক শ্রমিক সকল ভাই 
মাথায় হাতে করছে হাই হাই।
আম বাগানের মুকুল গুলো
হল বুঝি কালো কালো!
ক্ষেত খামারে ফসল যত 
হবে নষ্ট অবিরত!